×

রাজধানী

মামুনুল কাণ্ড: কারাবন্দি হেফাজতের নেতার ইকবালের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৫:৫৮ পিএম

মামুনুল কাণ্ড: কারাবন্দি হেফাজতের নেতার ইকবালের মৃত্যু

হেফাজতের নেতার ইকবাল।

কারাবন্দি হেফাজতের নেতা ইকবাল হোসেন (৬০) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি। তার লাশ সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, নারায়ণগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ার কারণে গত ১১ মে ইকবালকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম ইকবাল হোসেনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল ঢাকার জুরাইন থেকে ইকবাল হোসেনসহ উপজেলা হেফাজতে ইসলামের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

সোনারগাঁয়ের ঘটনায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ও যুবলীগ নেতার বাড়িঘর ভাঙচুরসহ ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল হোসেন।

সোনারগাঁ থানার দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন ইকবাল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App