×

মুক্তচিন্তা

বিশ্ববিবেকের মানবাধিকার এখন কোথায়!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২১, ১২:১৭ এএম

বিশ্ববিবেকের মানবাধিকার এখন কোথায়!

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভুঁইফোঁড় দেশ হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রটি ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রের ফল এবং অনেকের দৃষ্টিতে উড়ে এসে জুড়ে বসা একটি অবৈধ রাষ্ট্র। ইহুদিবাদী এ রাষ্ট্রটি বরাবরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর আস্কারা পেয়ে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। এবারো যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ আনে, কথায় কথায় মানুষকে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেয়, সেই রাষ্ট্রটি এখন পাখির মতো গুলি করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করার নিন্দার বদলে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের পক্ষে সাফাই গাইছে। জাতিসংঘ উভয়পক্ষকে শান্ত থাকার কথা বলে প্রাথমিক কার্য সাঙ্গ করেছে। এতে বর্বর ইসরায়েলের তেমন কিছু যায় আসে না। সে তার মতো করেই গুলি ও বিমান হামলা অব্যাহত রেখে নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং বিভিন্ন স্থাপনা ধুলোয় মিশিয়ে দেয়ার কাজ করে যাচ্ছে। তাদের এ নির্লিপ্ততা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এমন বর্বর হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এ যুগে এমন বর্বরতা অবিশ্বাস্য বলে মনে করা হচ্ছে। আমরা এ নিরপরাধ মানুষকে গণহত্যা ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ইসরায়েল নারী-শিশুসহ নিরস্ত্র মানুষের ওপর যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদেশগুলোর প্রশ্রয়ের কারণেই হচ্ছে। পশ্চিমা বেশিরভাগ গণমাধ্যমও একই নীতি অনুসরণ করছে। তাদের সহযোগী ও পুঁথি পড়ানো মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বর্বরতা দেখেও না দেখার ভান করছে, তাদের বিবেক বুদ্ধি ও তথাকথিত মানবাধিকারের আসল রূপ এখন উন্মোচিত হচ্ছে! তাদের বিবেক এখন গণহত্যার জয়গানে বিভোর!!

মো. জিল্লুর রহমান: গেণ্ডারিয়া, ঢাকা। [email protected],

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App