×

সারাদেশ

নতুন করে আরো ৫ ফ্লাইওভার হচ্ছে রাজশাহীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ১০:৪১ পিএম

নতুন করে আরো ৫ ফ্লাইওভার হচ্ছে রাজশাহীতে

ছবি সংগৃহীত

রাজশাহী মহানগরীতে ৫টি ফ্লাইওভার ও ১৯টি অবকাঠামো নির্মাণে নকশা প্রণয়ন ও বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

পরামর্শক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সার্ম অ্যাসোসিয়েট লিমিটেড, ডিজাইন প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট লিমিটেড (ডিপিএম) এবং ভিস্তারা আর্কিটেক্ট (প্রা.) লিমিটেড। এর আগে রাজশাহী নগরীর বুধপাড়া লেভেল ক্রসিং এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের শেষ পর্যায়ে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, করোনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজশাহীতেও উন্নয়ন কাজ চলছে। রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

মেয়র বলেন, রাজশাহীকে আরও উন্নত, আধুনিক ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App