×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৭:২২ পিএম

গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার

গাজায় বেসামরিক মানুষের নতুন করে মৃত্যু নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও বিমান হামলা গাজায় অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে গাজায় বেসামরিক মানুষের নতুন করে মৃত্যু নিয়ে রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। বুধবার মস্কোয় নিযুক্ত ইসরায়েলি দূতকে ডেকে এই হুঁশিয়ারির কথা জানান রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে, গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছেন, ইসরায়েল নিজেকে রক্ষার বাইরে কিছুই করছে না। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের নেওয়া পদক্ষেপের প্রতি সতর্ক থাকতে ইসরায়েলকে তাগিদ দিয়েছে মস্কো। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, রাশিয়া গাজার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App