×

অর্থনীতি

মোংলায় আমদানিকৃত গাড়ির নিলাম ডিসেম্বর পর্যন্ত স্থগিতের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৭:৩২ পিএম

মোংলায় আমদানিকৃত গাড়ির নিলাম ডিসেম্বর পর্যন্ত স্থগিতের দাবি

মোংলার আমদানিকৃত গাড়ি গুলোর নিলাম কার্যক্রম জরুরি ভিত্তিতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত করার দাবি

মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত গাড়ি গুলোর নিলাম কার্যক্রম জরুরি ভিত্তিতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। বুধবার (১৯ মে) বারভিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলা কাস্টম হাউস বুধবার এক চিঠির মাধ্যমে এ মাসের শেষে বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম কার্যক্রম শুরুর কথা জানিয়েছে। এ ধরনের নিলামের ফলে মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজস্ব আহরণ বিঘ্নিত হচ্ছে, বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হবার আশংকা দেখা দিয়েছে এবং ব্যাংকের বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে।

উল্লেখ্য, করোনা মহামারি পরিস্থিতির কারণে গত ১ বছরেরও বেশি সময় ধরে মোটরযান বাণিজ্য খাতে ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। কয়েক মাসের সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে এ খাতের ব্যবসায়ীবৃন্দ মারাত্মক আর্থিক ক্ষতির স্বীকার হন। মহামারির বিপর্যয় থেকে অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বিভিন্ন স্তরের বাণিজ্য খাতকে স্বল্পসুদে যে আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করেছিল বারভিডা একটি ট্রেডিং সংগঠন হিসেবে তাতে কোন ঋণ সুবিধা পায়নি। তবে গত ১ বছরে কয়েক হাজার গাড়ি বিক্রির মাধ্যমে বারভিডা সরকারকে বিপুল রাজস্ব দিয়েছে।

করোনা দুর্যোগের বিপুল আর্থিক ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংগত কারনে বারভিডা বন্দরে থাকা গাড়ি গুলোর নিলাম কার্যক্রম জরুরি ভিত্তিতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখার দাবি জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App