×

বিনোদন

‘শেরনি’ রূপে প্রকাশ্যে বিদ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৫:৩১ পিএম

‘শেরনি’ রূপে প্রকাশ্যে বিদ্যা
‘শেরনি’ রূপে প্রকাশ্যে বিদ্যা

বিদ্যা বালান।

প্রকাশ পেয়েছে বিদ্যা বালানের পরবর্তী ছবি ‘শেরনি’র অফিসিয়াল পোস্টার। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিটির প্রথম পোস্টার। গতকাল সোমবার এক পোস্টে বিদ্যা জানিয়েছেন, এ বছরের জুনেই মুক্তি পেতে চলেছে জঙ্গল অ্যাডভেঞ্চারে ভরা ছবি ‘শেরনি’। বিশ্বজুড়ে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখা যাবে। পোস্টারের ক্যাপশনে বিদ্যা লেখেন, ‘নির্ভয়ে সে বাইরের দুনিয়ায় পা রাখল! আমার সর্বশেষ চলচ্চিত্র ‘শেরনি’র ঘোষণা দিতে পেরে আমি খুশি।’

পরিচালক অমিত মাসুরকরের পরিচালনায় এ ছবিতে বিদ্যা বালানকে দেখা যাবে একজন ফরেস্ট অফিসারের ভূমিকায়। গত বছর ফেব্রুয়ারি মাসে নিজের এই নতুন সিনেমার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিদ্যা।

সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই একাধিক বিতর্ক সৃষ্টি হয়। শোনা যায়, ভারতের মধ্যপ্রদেশের জঙ্গলে ‘শেরনি’র শুটিং করছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শুটিংয়ে বিদ্যার উপস্থিতির খবর পেয়ে তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিজয় শাহ। কিন্তু বিদ্যা সে নিমন্ত্রণে সাড়া দেননি। এ ঘটনার পরের দিন বিদ্যাসহ সিনেমার কলাকুশলীদের শুটিং সেটে ঢুকতে বাধা দেন মধ্যপ্রদেশের বালাঘাট জেলা বন কর্মকর্তা। তাদের বলা হয়, শুধু দুটি গাড়ি জঙ্গলে ঢুকতে পারবে। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় শুটিং।

সে সময় ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে মন্ত্রী কখন নিমন্ত্রণ জানিয়েছেন বা কবে বিদ্যার শুটিং বন্ধ হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। তবে শুটিং বন্ধে কোনো ভূমিকা নেই বলে দাবি করেছিলেন মধ্যপ্রদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগেও একবার এ সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। সে সময় এই সিনেমার অভিনেতা বিজয় রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি শুটিং সেটের এক নারীকে উত্ত্যক্ত করেছেন। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিজয় রাজকে গ্রেপ্তারও করে। সিনেমাটিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App