×

জাতীয়

লিবিয়ায় নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি জীবিত উদ্ধার, নিখোঁজ অর্ধশতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৮:৪৯ পিএম

ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এ ঘটনায় আরও ৫০ জন নিখোঁজ রয়েছে। তারা কোনো দেশের তা জানা যায়নি।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার তিউনেশিয়ান নৌবাহিনী জানায়, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App