×

স্বাস্থ্য

আরও তিনজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৭:০১ পিএম

যশোর ও নড়াইলে কোয়ারেন্টিনে থাকা আরও তিনজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাব এই তথ্য জানিয়েছে।

ল্যাব সূত্রে জানা যায়, ১২ মে যশোর সদর হাসপাতাল থেকে দুজনের এবং ১৬ মে নড়াইল থেকে একজনের করোনা পরীক্ষা করা হয়। তাঁদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

ভারতফেরত যাত্রী হওয়ায় তাঁদের করোনার ধরন শনাক্তের পরীক্ষা করা হয়। তাঁদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২–এর অস্তিত্ব পাওয়া গেছে। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও অপরজন নারী। নারীর বয়স ২৭। পুরুষ দুজনের বয়স ৬১ ও ৩৭।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, আজ তিনজনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এর আগে আরও দুজনের শরীরে একই ধরন শনাক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App