×

জাতীয়

রিমান্ড শেষে বাবুল আক্তার কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ০২:২৫ পিএম

রিমান্ড শেষে বাবুল আক্তার কারাগারে

ছবি সংগৃহীত

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্রগ্রাম আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৭ মে) সকাল ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। আর রিমান্ড আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠান আদালত।

জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল আক্তার। আদালতের একজন বেঞ্চ সহকারী জানান, সকাল ১১টায় বাবুল আক্তারকে আদালতে আনা হয়।

গত ১২ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।

১১ মে সারাদিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এর আগের দিন মামলার বাদি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App