×

সাহিত্য

মোদিকে ‘উলঙ্গ রাজা’ বলে বিজেপির ট্রোল বাহিনীর শিকার গুজরাটের কবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৮:৪৬ এএম

মোদিকে ‘উলঙ্গ রাজা’ বলে বিজেপির ট্রোল বাহিনীর শিকার গুজরাটের কবি

পারুল কক্কর। ছবি: আনন্দবাজার পত্রিকার

১৪ লাইনের কবিতা। তার ছত্রে ছত্রে বিদ্রুপ ভারতের সরকারের প্রতি। সেই কবিতাতেই দেশকে ‘রামরাজ্য’ এবং প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে ‘উলঙ্গ রাজা’ বলে মন্তব্য করে বিজেপির বিষ নজরে পড়লেন এক গুজরাতি কবি। নাম পারুল কক্কর।

তার লেখা কবিতা ‘শববাহিনী গঙ্গা’ গত ৫দিনে অন্তত ৬টি ভাষায় অনুদিত হয়েছে। ১১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতাটি প্রকাশ করেছিলেন পারুল। এরই মধ্যে তা সেই সব ভারতবাসীর মন জিতে নিয়েছে, যারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং কিছুটা বিরক্তও।

পারুলের লেখায় ভারতের বর্তমান পরিস্থিতি, মানুষের হাহাকার আর অতিমারি মোকাবিলায় মোদী সরকারের অব্যবস্থা, উদাসীনতা স্পষ্ট ধরা পড়েছে বলে এক বাক্যে মেনে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আর পারুলের কবিতার এই অতি জনপ্রিয়তাই একেবারে পছন্দ হয়নি বিজেপির। খবর আনন্দবাজার পত্রিকার।

পারুলের কবিতার প্রথম কয়েক লাইনের অনুবাদ করলে দাঁড়ায়,

মৃতেরা একযোগে বলল ‘সব অচ্ছে সব অচ্ছে’

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

শ্মশানে তিল ধারণের জায়গা নেই

শেষ হয়েছে জ্বালানির কাঠের স্তূপ

মৃতদেহ বয়ে কাঁধ ক্লান্ত আমাদের

কান্না শুকিয়ে রিক্ত হয়েছে চোখ

দ্বারে দ্বারে ঘুরে যমদূত মৃত্যুনাচন নাচছে

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

কবিতার শেষে ঝকঝকে পোশাক আশাকের প্রসঙ্গ টেনে পারুল পরোক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছন, তার ‘দোদীপ্যমান জ্যোতি’ র কথা বলে। পারুল লিখেছেন, ‘‘হায় রাজা, যদি মানুষ তোমার আসল চেহারাটা জানত! হায় যদি বুঝতে পারত যে তুমি আসলে মণি নও। সাধারণ পাথর। হায়, যদি কারও সাহস হতো তোমাকে বলার, রাজা তোর কাপড় কোথায়!’’

বস্তুত এক সময়ে এই পারুলকেই গুজরাতি কবিতার পরবর্তী বিগ্রহ বলে প্রশংসা করেছিলেন অতি ডানপন্থী দল ঘেঁষা বিদ্বজ্জনেরা। আপাতত সেই পারুলই সামাজিক যোগাযোগ মাধ্যম বিজেপির ট্রোলবাহিনীর কটাক্ষের শিকার। তবে দেশের বিদ্বজ্জনেদের একটি বড় অংশ বিজেপির এই সমালোচনার বিরুদ্ধে পারুলের পাশেও দাঁড়িয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App