×

খেলা

বার্সার মেয়েদের প্রথম শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১০:৫১ পিএম

বার্সার মেয়েদের প্রথম শিরোপা

শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বার্সেলোনার মেয়েরা

চ্যাম্পিয়ন্স লিগ বা ঘরোয়া লিগ দুটোতেই এখন খারাপ সময় যাচ্ছে বার্সেলোনা পুরুষ দলের। তবে এদিক দিয়ে চলতি মৌসুমে পুরোপুরি ব্যতিক্রম বার্সার মেয়েরা। তারা ঘরোয়া প্রতিযোগিতা জয় করেছে অপরাজিত থেকে। অবিশ্বস্য হলেও তারা লিগে ২৬টি ম্যাচ খেলে সবগুলোতেই জয় তুলে নিয়েছে। ঘরোয়া লিগে এমন সাফল্য পাওয়ার পর তাদের লক্ষ্য ছিল ইউরোপের চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষে তারা পৌঁছে যায় নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইংলিশ ক্লাব চেলসিকে। এ ম্যাচে বার্সার মেয়েরা চেলসিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ম্যাচের মাত্র ১ মিনিটের সময় চেলসির মেলানি লিওপোজের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় বার্সা। এরপর ১৪ মিনিটের সময় পেনাল্টি থেকে অ্যালেক্সিয়া পুতেলাস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। খুবই অল্প সময়ের মধ্যে দুটি গোল হজম করা চেলসি দম ফেলানোর ফুসরতও পায়নি। এর আগেই তৃতীয় গোলটি তুলে নেয় বার্সা। তাদের হয়ে ম্যাচের ২০ মিনিটের সময় তৃতীয় গোলটি করেন আইতানা বোনমাতি। এরপর ৩৬ মিনিটের সময় ক্যারোলিন গ্রাহাম হেনসেন দলের চতুর্থ গোলটি করেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই চারটি গোল হজম করায় তখনই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় চেলসির। আর অনেকটা নির্ভার হয়ে যায় বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ফলে বার্সার মেয়েরা ৪-০ গোলের বিশাল জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয়।

এদিকে চেলসির মেয়েদের পাশাপাশি এবার চেলসির পুরুষ দলও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো একই ক্লাবের পুরুষ ও নারী দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। এর মাধ্যমে চেলসির নারী দল এমনিতেই ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যদি শিরোপা জয় করতে পারত, তাহলে বিষয়টি আরো ভালো হতো। এখন ২৯ মে চেলসির পুরুষ দল ফাইনালে মুখোমুখি হবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। এখন দেখার বিষয় তাদের পুরুষ দল ইউরোপ সেরা হতে পারে কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App