×

বিনোদন

ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, নোবেলকে আইনি নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৬:০৯ পিএম

ফেসবুকে একের পর এক মানহানিমূলক পোস্টের জন্য আলোচিত সমালোচিত মাইনুল হোসেন নোবেল ওরফে নোবেলম্যান। বিভিন্ন সময় দেশের স্বনামধন্য টিভি, মিডিয়া ব্যক্তিবর্গকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেছেন তিনি।

বাদ যাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এসব পোস্টের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আপত্তিকর এবং ‘কুরুচিপূর্ণ’। এ রকম ধারাবাহিক পোস্ট দেওয়ায় নোবেলকে আইনি নোটিশ দিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফোরাম (সিএসএফ) নামে একটি সংগঠন।

ঈদের দিন ভোরে হঠাৎ করেই একের পর এক স্ট্যাটাস দেখা যায় নোবেলের ফেসবুক পেজে। এতে ব্যান্ড তারকা জেমসকে হেয় করা হয়। নোবেলের পেজ থেকে করা এসব পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। যদিও ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল বলে দাবি করেছেন নোবেল।

এর মধ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী নোবেলের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফোরাম।

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম অপু বলেন, আমরা ইতোমধ্যে নোবেলকে আইনি নোটিশ পাঠিয়েছি। সম্ভবত তাকে তিন চার দিন সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কার্যত কোনো উন্নতি না হলে আমরা মামলা করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App