×

সারাদেশ

পিতামাতাকে ভরন পোষণ না করায় ছেলে জেলহাজতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ০২:৫৩ পিএম

পিতামাতাকে ভরন পোষণ না করায় ছেলে জেলহাজতে

ভরন পোষণ না করে বৃদ্ধ পিতা মাতাকে মারপিট করায় শরীফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার

কিশোরগঞ্জের তাড়াইলে ভরন পোষণ না করে বৃদ্ধ পিতা মাতাকে মারপিট করায় বাবার অভিযোগের ভিত্তিতে শরীফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সেকান্দর নগর কাটাদিঘীর পাড়ের বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে জানু মিয়া (৭০) বয়স বৃদ্ধি পাওয়ায় তিনি কোন কাজ কর্ম করতে পারেন না। তার ছেলে শরীফের সাথেই থাকতেন তিনি। মাঝে মধ্যেই ছেলে শরীফ চাপ দিতেন টাকা পয়সা দেয়ার জন্য। তখন তিনি বলতেন আমার বয়স হয়েছে কোনো কাজকর্ম করতে পারিনা আইনতো তুমিই আমাদেরকে ভরন পোষণ করবে। বাবার এই কথাতে ক্ষিপ্ত হয়ে ১৬ মে রোজ রবিবার বেলা ৩টা ৩০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে ছেলে শরীফ পিতার উপর এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকলে মা এগিয়ে আসলে সে মায়ের উপরও এলোপাথারি কিল ঘুষি ও লাথি শুরু করেন। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে ছেলে শরীফ বাবা জানু মিয়াকে মাটিতে ফেলে গলায় পা দিয়ে চাপ দিয়ে ধরে বলে আজ তোদেরকে জনমের খাওয়ার সাদ মিটিয়ে দেবো। তাদের চিৎকারে আশ পাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে পুত্রের বিরুদ্ধে তাড়াইল থানায় অভিযোগ দায়ের করেন পিতা। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, পিতা মাতাকে ভরন পোষণ না করে মারপিট করায় বাবা জানু মিয়ার অভিযোগের ভিত্তিতে ১৬ মে সন্ধ্যার পর এস আই মন্টু চন্দ্র পাল সঙ্গীয় অভিযান চালিয়ে সেকান্দর নগর কাটাদিঘীর পাড় থেকে ছেলে শরীফকে গ্রেপ্তার করে। মামলা রুজু করার পর আজ ১৭ মে রোজ সোমবার সকালে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App