×

জাতীয়

ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৯:৪৩ পিএম

যশোর শহরের বলাকা হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বেলা সোয়া তিনটার দিকে হোটেলকক্ষে বিমল চন্দ্র দে (৫৬) নামের ওই ব্যক্তি মারা যান। বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিমল চন্দ্র ভারতে যান। ৮ মে তিনি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। অসুস্থ অবস্থায় ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বলাকা হোটেলে তাঁকে রাখা হয়। রবিবার দুপুরে তিনি হোটেলেই মারা যান।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, করোনা নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App