×

আন্তর্জাতিক

পার্শ্ববর্তী দেশগুলোকেও টিকা দেবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৮:৩০ পিএম

নিজেদের দেশে টিকার তীব্র প্রয়োজনীয়তা থাকলেও পার্শ্ববর্তী দেশগুলোকে টিকা সহায়তার কথা ভাবছে ভারত। আগামী মাস থেকেই আশেপাশের অঞ্চলে বেশকিছু ভ্যাকসিন রপ্তানির কথা ভাবছে ভারত সরকার। তবে নিজেদের দেশে করোনার এই ক্রান্তিকালে অন্য দেশে টিকা দেওয়ার বিষয়টি নেতিবাচকভাবেই দেখছে দেশটির জনগণ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারত সরকারের মতে, এ অঞ্চলের বৃহত্তম শক্তি হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোর প্রয়োজনের প্রতিও নজর রাখা তাদের দায়িত্ব। তাই নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েশন নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছে। হিমালয়ের দেশ নেপালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এসব কিছু বিবেচনায় নিয়েই দেশগুলোতে ভ্যাকসিন রপ্তানির কথা ভাবছে ভারত সরকার।

উল্লেখ্য, করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৩১৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App