×

বিনোদন

পাইরেসির শিকার 'রাধে', চটেছেন সালমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১২:৩৩ পিএম

পাইরেসির শিকার 'রাধে', চটেছেন সালমান
ছবি মুক্তি পাওয়ার আগেই নিজের সকল অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন পাইরেসির সাহায্য নিয়ে ‘রাধে’না দেখতে। কিন্তু তা যে হয়নি সেটা পরিষ্কার করে দিল রবিবার সকাল সকাল সালমান খানের করা টুইট। নিজের ভক্তদের ওপর বিরক্ত সালমান জানালেন তিনি আশাহত। সঙ্গে, যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং যারা এরকম বেআইনি ভাবে ‘রাধে’দেখেছেন, সকলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ভাইজান। সোশ্যাল মিডিয়ায় সালমান বার্তা দিয়েছেন, ‘আমরা আপনাদের ২৪৯ টাকায় ‘রাধে’দেখার সুযোগ করে দিয়েছিলাম, যা সকলেরই সাধ্যের মধ্যে। তা সত্ত্বেও কিছু পাইরেটেড সাইটে বেআইনিভাবে রাধে দেখানো হচ্ছে, যা গুরতর অপরাধ। সাইবার সেল এই সমস্ত বেআইনি সাইট গুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আপনারাও দয়া করে এসব সাইট থেকে ‘রাধে’দেখবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সাইবার সেল। দয়া করে বুঝুন, আপনারাও আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এভাবে।’ যদিও সোশ্যাল মিডিয়ায় এভাবে সালমান খানের আইনি হুমকি ভালোমনে নেয়নি নেটিজেনরা। ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অভিনেতাকে। এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সরি ভাই, আমি আপনার সিনেমা পাইরেটেড ওয়েবসাইট থেকে দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এটা ডাউনলোড করিনি, আমার ড্রাইভার, যে এই অপরাধ করেছে। আপনার থেকে ভালো এটা আর কে বুঝবে। দয়া করে সাইবার সেলকে আমার কাছে পাঠাবেন না।’আরেক নেটিজেনের মন্তব্য, ‘ওই দেখো, কে অপরাধ নিয়ে কথা বলছে!’ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। গত বছর থেকে হলে মুক্তি পাওয়ার অপেক্ষা করে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছেন সালমান। হল মালিকদের কাছে এই জন্য ক্ষমাও চেয়েছেন। ছবিতে সালমান ছাড়াও রয়েছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App