×

বিনোদন

নোবেলের ফেসবুক পেজ হ্যাক নিয়ে সন্দেহে সবাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৬:২৫ পিএম

নোবেলের ফেসবুক পেজ হ্যাক নিয়ে সন্দেহে সবাই
রিয়্যালিটি শো খ্যাত অন্যতম চর্চিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সম্প্রতি তার ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ 'হ্যাক' হয়েছে, বলে পরবর্তীতে দাবি করেন নোবেল। হ্যাকারদের কাছ থেকে ফেসবুক পেজ ‘পুনরুদ্ধার’ করতে পেরেছেন, গতকাল শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন এই গায়ক। তবে নোবেলের ফেসবুক পেজ আদৌ হ্যাকারের কবলে পড়েছিল কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। নোবেলের এ বক্তব্য মানতে নারাজ নেট এবং সঙ্গীত দুনিয়ার অনেকে। ইচ্ছা করেই নোবেল এমনটা করছেন বলে মত দিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এমন আলোচনা। এদিকে পেজ উদ্ধার করে শনিবার নিজের ফেসবুক পেজে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। ফেসবুক পুনরুদ্ধার করা হয়েছে'। প্রসঙ্গত, ভারতের এক গানের রিয়্যালিটি শো থেকে জনপ্রিয়তার শিখরে ওঠে এই সংগীত শিল্পী। তবে বেশ কিছুদিন ধরে অন্য কারণে চর্চার শিরোনামে তিনি। গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রকস্টার জেমস ও সংগীতাঙ্গনকে নিয়ে কটূক্তি করে, বেশ কিছু অশ্লীল পোস্ট করা হয়। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এই নিয়ে। যদিও ফেসবুক পেজ উদ্ধারের পর বিতর্কিত সব পোস্ট সরিয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে শনিবার নোবেল বলেন, ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এটি অনেকক্ষণ আগেই বুঝেছি। ফেসবুক পেজটা আমার কাছেই আছে। একটা এডিটর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তবে অ্যাডমিন আইডি আমার কাছে আছে, এডিটর অ্যাকাউন্ট থেকে কেউ উল্টাপাল্টা পোস্ট করেছে'। তিনি আরো বলেন, শুক্রবার ঈদের শুভেচ্ছা জানিয়ে সাদা পাঞ্জাবি পরা যে ছবিটি পোস্ট হয়েছে, সেটিই শুধু তার। তাছাড়া চাঁদরাত থেকে দেয়া বাকি পোস্টগুলো তার দেওয়া না। যদিও হ্যাকিংয়ের বিষয় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এই গায়ক। বিতর্কিত পোস্টের জন্য এর আগে গত বছর একবার নোবেলকে র‍্যাব কার্যালয়ে ডাকা হয়েছিল। তখন ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন, নিজের একটি গানের প্রচারের জন্য ওই কাজ করেছিলেন তিনি। এদিকে নোবেলের এ বিতর্ক চলতে চলতেই জানা গেল নতুন খবর। নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। অনেক আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এমনটাই সঙ্গীতাঙ্গনের এক বিশ্বস্ত সূত্রে। জানতে চাইলে এ খবরের সত্যতা স্বীকার করেছেন সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’ এর আগে সাউন্ডটেকের ব্যানারে দুটি গান প্রকাশ হয়েছিল নোবেলের। ‘অসহায়’, ‘অভিনয়’ গানের পর আরও একটি গান প্রকাশে কথা ছিল সাউন্ডটেকের ব্যানারে। এছাড়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ৯টি গান প্রকাশ করার কথা ছিল তার। কিন্তু চুক্তি বাতিল হওয়ায় তা আর হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App