×

সারাদেশ

জামাতে নামাজ আদায় করায় চরফ্যাশনের ৪০ শিশু-কিশোরকে সাইকেল উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৩:০৮ পিএম

জামাতে নামাজ আদায় করায় চরফ্যাশনের ৪০ শিশু-কিশোরকে সাইকেল উপহার

উপহার পাওয়া সাইকেল পেয়ে খুশি শিশু ও কিশোররা। ছবি: ভোরের কাগজ

জামাতে নামাজ আদায় করায় চরফ্যাশনের ৪০ শিশু-কিশোরকে সাইকেল উপহার

ছবি: ভোরের কাগজ

জামাতে নামাজ আদায় করায় চরফ্যাশনের ৪০ শিশু-কিশোরকে সাইকেল উপহার

ছবি: ভোরের কাগজ

ভোলার চরফ্যাশনে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৪০ জন শিশু ও কিশোরকে ৪০টি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মে) বিকেলে চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা মাঠে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

[caption id="attachment_284376" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ[/caption]

এলাকার শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এ পুরষ্কারের ঘোষণা দেন চরফ্যাশনের ব্যবসায়ী আলহাজ্জ ওবায়দুল হক রতন। তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে।

[caption id="attachment_284377" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ[/caption]

যারা টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে শুধু তাদেরকেই এই  পুরুষ্কার তুলে দেওয়া হয়। যাচাই বাছাই শেষে ২ রাউন্ডে মোট ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল পুরষ্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে রতন মিয়া বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক শিশু কিশোর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। প্রতি ওয়াক্তে তাদের হিসেব রাখা হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App