×

পুরনো খবর

কোভিড আক্রান্ত হলে কি স্তন্যপান করানো উচিত, যা বলছেন চিকিৎসকেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২১, ১১:৫৪ এএম

কোভিড আক্রান্ত হলে কি স্তন্যপান করানো উচিত, যা বলছেন চিকিৎসকেরা

ফাইল ছবি

যদি কোভিড আক্রান্ত হন মা। তবে কি স্তন্যপান করাবেন? নাকি তাতে ক্ষতি হতে পারে শিশুর? খবর আনন্দবাজার পত্রিকার।

যখন প্রতি চার জনের মধ্যে এক জন করে সংক্রমিত হচ্ছেন, তখন সদ্য হওয়া মায়েরাও আক্রান্ত হতেই পারেন। তার মানে কি স্তন্যপান করাবেন না শিশুকে? ভয় না পেয়ে নিশ্চিন্তে সন্তানকে খাওয়ানোর উপদেশ দিচ্ছেন চিকিৎসকেরা। তাদের বক্তব্য, মা দুধের চেয়ে বেশি শক্তিশালী নয় ভাইরাস। ফলে করোনাভআইরাসকে ভয় পেয়ে সন্তানকে মায়ের দুধ থেকে বঞ্চিত করার প্রশ্নই ওঠে না।

তার মানে কি মায়ের থেকে সন্তানের সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই? তা একেবারেই নয়। মায়ের শরীরে ভাইরাস থাকলে, তা খুব সহজেই তা ছড়াতে পারে শিশুর দেহে। শিশুকে সংক্রমণ থেকে বাঁচাতে কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন কোভিড সংক্রমিত মাকে অবশ্যই দুটি করে মাস্ক পরতে হবে শিশুকে খাওয়ানোর সময়ে। সঙ্গে হাতে পরতে হবে গ্লাভ্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App