×

জাতীয়

ডিএনসিসি হাসপাতালে দুজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৭:২৮ পিএম

ডিএনসিসি হাসপাতালে দুজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির জানিয়েছেন, ‌‌দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।শুক্রবার (১৪ এপ্রিল) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ভারত থেকে আসা দু’জনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস পেয়েছি। নির্দেশনা অনুযায়ী তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভারত থেকে যারা আসছেন তাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি।

তিনি বলেন, ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি ১৭টির বেশি দেশে পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App