×

সারাদেশ

আখাউড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে সেমাই উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৬:১১ পিএম

আখাউড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে সেমাই উৎসব

সারাদেশের মতো ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চরনারায়ণপুর গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝেও। শুক্রবার (১৪ মে) সকাল ১১টার দিকে সাধ্যমতো সবাই নতুন পোষাক পড়ে সেমাই উৎসবে আসে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, সহকারি কমিশনার ভূমি মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যন্য কর্মকর্তারা।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের এমন আনন্দ তারা বহু বছর পায়নি। বাড়িঘর না থাকায় অন্যের জমিতে কোনো রকমে রাত কাটাতে হতো। ঈদ বলে কিছু ছিল না তাদের জীবনে। সারা বছর অন্যের বাড়ি কিংবা জমিতে কাজ করে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ জোগাড় করতে হতো।

কিন্তু এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাথা গোঁজার ঠাঁই করে দেয়ায় সবাই মিলে মনের আনন্দে ঈদের আনন্দ উপভোগ করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম বলেন, তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এখানে ছুটে আসা। প্রধানমন্ত্রী তাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। এখন নিজ যোগ্যতায় কর্ম করে এগিয়ে যেতে তাদের  সবাইকে পরামর্শ দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App