×

সারাদেশ

চরফ্যাশনে ইউএনও’র ওপর ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২১, ০৩:৫৭ পিএম

চরফ্যাশনে ইউএনও’র ওপর ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাঙচুর

হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে ইউএনও’র ব্যবহৃত গাড়ি। ছবি: ভোরের কাগজ

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তার উপর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলার চেষ্টা করেছে। এসময় ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত সরকারি গাড়ি।

বুধবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাশনের সদর রোড সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাত ৮টায় ব্যবসায়ীদের দোকান বন্ধের নির্দেশনা দেওয়ার পরেও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে মিছিল নিয়ে এসে হামলা  চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলার চেষ্টা করলে ব্যবসায়ী নেতারা হামলাকারীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে ইউএনও’কে বাজার ত্যাগের অনুরোধ করে। পরে নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার সময় ব্যবসায়ীরা স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তার গাড়ি ভাঙচুর করে। পরে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাজার সংলগ্ন চরফ্যাশন থানায় গিয়ে আশ্রয় নেন।

হামলার ঘটনা অস্বিকার করে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, ঘটনার সঙ্গে ব্যবসায়ীরা জড়িত নয় তবে ফুটপাতের অতি উৎসাহি কিছু ব্যবসায়ী জড়িত রয়েছে।

এদিকে, হামলার ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App