×

আন্তর্জাতিক

ভারতে যমুনা নদীতে লাশের সারি, আতঙ্কে স্থানীয়রা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ০৯:৪৩ পিএম

ভারতে যমুনা নদীতে লাশের সারি, আতঙ্কে স্থানীয়রা!

যমুনার জলে ভাসছে মৃতদেহ। ছবি: আনন্দবাজার পত্রিকা

করোনা মহামারির মধ্যে ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীতে ভেসে উঠেছে ৪৫ মরদেহ। মরদেহগুলো স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা মনে করছেন, সব করোনা আক্রান্তের মরদেহ। সেগুলোকে সৎকার কিংবা দাহ করতে ব্যর্থ হয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ মে) স্থানীয়রা গঙ্গার পাড়ে গেলে মরদেহগুলো দেখতে পায়। স্থানীয় সরকারের ধারণা, মরদেহগুলো উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। স্থানীয়রা মৃতদেহগুলো দাহ করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে মৃতদেহ ভেসে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি আজ সকালে নজরে পড়ে বক্সা জেলার চৌসা গ্রামের বাসিন্দাদের। তারা নদীর পাড়ে লাশগুলো দেখতে পান। সেসময় লাশের পাশে কুকুর ঘুরছিল। স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানান, মরদেহগুলো উদ্ধার হয়েছে। সেগুলো বিহার নাকি উত্তরপ্রদেশের তা এ মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সোমবার (১০ মে) পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের। সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App