×

জাতীয়

খালেদার বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি, হতাশ বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৮:৫২ পিএম

খালেদার বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি, হতাশ বিএনপি

খালেদা জিয়া। ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। রোববার (৯ মে) রাতে হাসপাতলে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে পরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে হতাশ। এই চিকিৎসা যথেষ্ট নয়। ওয়ান-ইলেভেনের ধারাবাহিকতায় সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এই জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার জন্যই এ সিদ্ধান্ত।

বিএনপি মহাসচিব বলেন, আইনের মধ্যেই দন্ড মওকুফের যথেষ্ট সুযোগ রয়েছে। খালেদা জিয়ার জন্য তাদের মানবতা কাজ করেনি, শিষ্টাচার কাজ করে নি। রাজনীতির শিকার হয়েছেন তিনি।

দলীয় প্রধানের শারীরিক অবস্থা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার কাছে বেটার মনে হলো। তিনি অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সাইন অব ইমপ্রুভমেন্ট।

রাষ্ট্রপতির কাছে আবেদন করবে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা তো আবেদন করিনি। এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App