×

জাতীয়

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৯:১৬ পিএম

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেপ্তার ৪ সদস্যকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ মে) তদন্ত কর্মকর্তা ৪ আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের বিচারক মাসুদ-উর-রহমান প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন, জসিমুল ইসলাম ওরফে জ্যাক, মো. আব্দুল মুকিত, মো. আমিনুল হক ও সজীব ইখতিয়ার।

এর আগে শনিবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, একটা চাপাতি ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

সিটিটিসি ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেপ্তার সদস্যরা ঢাকা ও সিলেটে পুলিশ ও বিজিবির টহল টিমে হামলার পরিকল্পনা করেছিল। এ চক্রের বাকি দুই সদস্য হিজরতের উদ্দেশ্যে ইতোমধ্যে আফগানিস্তান চলে গেছে। গ্রেপ্তার এই চার জনেরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পর কথিত হিজরতের মাধ্যমে আফগানিস্তান পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App