×

জাতীয়

আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই: খালেদা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৪:২৯ পিএম

আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই: খালেদা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমোদনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ীই আমরা তাকে বিদেশে যেতে দেওয়ার অনুমতি দিতে পারছি না। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

রবিবার (৯ মে) বিকাল সোয়া চারটায় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামির বিদেশ যাওয়ার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। অতএব, আমরাও আইনের বাইরে গিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারছি না।

মানবিক দিক বিবেচনা করে সুযোগ দেওয়া যায় কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমরা দেখেছি কোনোভাবে তাকে সুযোগ দেওয়া যায় কিনা। মানবিক দিক বিবেচনা করেই তো প্রধানমন্ত্রী তাকে বাসায় চিকিৎসা করার সুযোগ দিয়েছিলেন। আইন অনুযায়ী আমাদের যতটুকু করণীয় আমরা ততটুকু করেছি। চেষ্টা করে দেখেছি কোনো সুযোগ আছে কি না। বিএনপি তাদের নেত্রীকে বাইরে চিকিৎসা দিতে আবেদন করতেই পারে, কিন্তু আমরা আইনের বাইরে যেতে পারি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App