×

আন্তর্জাতিক

স্কুলব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালাল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:৩১ পিএম

স্কুলব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালাল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

প্রথমে নিজের কাছের প্রিয় বন্ধুর দিকে তার পরই বন্দুক ঘুরিয়ে স্কুলের এক কর্মীর দিকে তাক করে

ফের বন্দুক হামলা মার্কিন মুলুকে। স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন অতর্কিতে গুলি চালাল খোদ ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া। ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও গুরুতর জখম হয়েছেন তিন পুলিশকর্মী। খবর কলকাতা টুয়েন্টিফোরের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম আমেরিকার রিগবি মিডল স্কুলে। পুলিশ জানিয়েছেন, এদিন অন্যান্য সহপাঠীদের সঙ্গে স্কুলে ক্লাস করছিল ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রীও। কিন্তু ক্লাস চলাকালীন আচমকা নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে সহপাঠীদের উপর গুলি চালাতে শুরু করে সে। শুধু তাই নয়, স্কুলের বাইরে গিয়েও গুলি চালায় সে। এই বিষয়ে জেফারসন কাউন্টি শেরিফ স্টিভ অ্যান্ডারসন বলেন, ‘ওই কিশোরীর বয়স আনুমানিক ১১-১২ বছর হবে। সে আচমকাই নিজের ব্যাগ থেকে একটি বন্দুক বের করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং স্কুল থেকে বেরিয়ে আসে। এক শিক্ষকই অত্যন্ত দক্ষতার সঙ্গে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং পুলিশ না আসা অবধি নিজের হেফাজজতে আটকে রাখে।’ জানা গিয়েছে, ওই কিশোরীর ছোঁড়া গুলির আঘাতে দুজন ছাত্র এবং স্কুলের একজন কর্মচারী জখম হয়েছেন। ওই কিশোরী কোথা থেকে বন্দুক পেল এবং কেনই বা সহপাঠীদের উপর গুলি চালালো, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও এফবিআই। শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহে মার্কিন মুলুকে একাধিক শুটিং এর ঘটনা সামনে এসেছে। মার্চের ৩১ তারিখে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলি হামলা চালানো হয়। সেই হামলায় ৯ বছরের এক বালক সহ ৪ জনের মৃত্যু হয়। তার এক সপ্তাহ আগে আর এক বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার নিহত হন, কলোরাডোতে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন বহু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App