×

জাতীয়

সংসদ ভবনে হামলার পরিকল্পনাকারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২১, ১০:৩০ এএম

সংসদ ভবনে হামলার পরিকল্পনাকারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার
সংসদ ভবনে হামলার পরিকল্পনাকারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

সংসদ ভবনে হামলার পরিকল্পনাকারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। হামলা প্ররোচনায় উগ্রবাদী বক্তা আনসার আল ইসলামের সদস্য আলী হাসান ওসামাকে মঙ্গলবার (৫ মে) শেরে বাংলা নগর থেকে সন্ধ্যা ৭টায় আটক করা হয়। অপরজনকে রাজবাড়ি জেলা থেকে ভোররাত সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ মে) সন্ধ্যার পর সংসদ ভবনের সামনে থেকে তলোয়ার এবং কালো পতাকাসহ সাকিবকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিটের (ইভেস্টিগেশন) উপ কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজনের মধ্যে আবু সাকিব (২২) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আর আলী হাসান ওসামা নামে অন্যজন একজন উগ্রবাদী বক্তা।

সে জানায় উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে সে শহীদ হতে সংসদ ভবনে হামলার জন্য এসেছিল। রাজবাড়ী থেকে ওসামা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ফেইসবুকে একটি গ্রুপ খুলে সংসদ ভবনে হামলার জন্য তলোয়ার এবং কলেমা লেখা পতাকা নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন সে। পরে কাল সন্ধ্যায় সে সংসদ ভবনের সামনে গিয়ে দেখে, কেউ নেই তার ডাকে কেউ সাড়া দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App