×

আন্তর্জাতিক

টিকা উৎপাদনে তিনটি ওষুধ কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২১, ১০:০৮ এএম

করোনার টিকা উৎপাদনে তিনটি ওষুধ কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে পরামর্শক কমিটি। কোম্পানিগুলোর সক্ষমতার ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে মূল্যায়ন করতে বলা হয়েছে। এছাড়া দ্রুত ৬ কোটি টিকা সংগ্রহের বিষয়ে জোর দিয়েছে পরার্শক কমিটি। বৈঠকে একক উৎসের পরিবর্তে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশে এখন ১৩ লাখের মতো টিকার ঘাটতি। টিকা সংকটে এরইমধ্যে প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ রয়েছে। আপাতত বন্ধ থাকবে নিবন্ধনও।

চীন এবং রাশিয়ার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিলেও চুক্তি কবে হবে আর কবেই বা আসবে টিকা তা এখনও চূড়ান্ত নয়। এমন পরিস্থিতিতে দেশেই টিকা উৎপাদনের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সংগ্রহ ও বিতরণ বিষয়ক আন্ত:মন্ত্রনালয় সংক্রান্ত পরামর্শক কমিটির প্রথম সভায় দেশে করোনা টিকা উৎপাদনের জন্য প্রাথমিকভাবে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এই  তিনটি ওষুধ কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিটি এই তিনটি কোম্পানির উৎপাদন সক্ষমতার ভিত্তিতে স্কোরিংয়ের মাধ্যম মূল্যায়ন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে চূড়ান্ত সুপারিশ করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App