রাবির সদ্য বিদায়ী ভিসি প্রফেসর আবদুস সোবহানের পদে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে ড. সাহাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।