×

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জির আজ ঐতিহাসিক শপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৯:৩২ এএম

ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলেন মমতা। এবার শপথ নেবার পালা। বুধবার (৫ মে) তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ২০১৬ সালে ধুমধাম করে রেড রোডে হয়েছিল শপথের অনুষ্ঠান। এবার কোভিডের জন্য বিনা উদযাপনে রাজভবনে হবে। এদিন শপথ নেবেন মমতা একা। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকতে বলেছেন তিনি।

এই প্রথম পশ্চিমবঙ্গে কোনো নারী তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী

নিজ আসনে হেরে গিয়েও মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেনও এই প্রথম

বুধবার সকাল স্থানীয় সময় পৌনে ১১টার দিকে শপথ নেবেন মমতা। কোভিড পরিস্থিতিতে নেউ উদযাপন। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, আবদুল মান্নান। শপথে আরও আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এর পর ৬ তারিখ থেকে সংসদ সদস্যদের শপথ। নবনির্বাচিত সাংস্যদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায় হবেন স্পিকার।

জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত সাংসদদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে। করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ। এলাকায় শান্তি বজায় রাখারও নির্দেশ দেন তৃণমূলনেত্রী ।

সীমিত পরিসরে হতে যাওয়া এই শপথ অনুষ্ঠানে বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষিয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। খবর আনন্দবাজার পত্রিকার।

সূত্রের খবর, রাজনৈতিক সৌজন্য মেনেই ওই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠানো হবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। তবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র তাঁর কাছে এসে পৌঁছয়নি বলে মঙ্গলবার জানিয়েছেন অধীর।

বিরোধী নেতা-নেত্রী ছাড়াও নিজের দলের বেশ কয়েক জনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী-সহ একাধিক নেতা-নেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App