×

জাতীয়

বসুন্ধরার এমডির মামলা তদন্তের প্রয়োজন নেই ডিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০১:৪৮ পিএম

বসুন্ধরার এমডির মামলা তদন্তের প্রয়োজন নেই ডিবির

সংবাদ সম্মেলনে কথা বলছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, যেসব অপরাধ ও মামলার কোনো ক্লু থাকে না, ডিবি সেসব বিষয় নিয়ে কাজ করে। গুলশানে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে ক্লুলেসের কিছু নেই।

বুধবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোসারাত জাহান মুনিয়ার ঘটনাটি হত্যা মামলা হলেও হয়তো ডিবির তদন্তের সুযোগ ছিল।

এ কে এম হাফিজ বলেন, মামলায় হয়তো কিছু সাক্ষ্য প্রমাণের দরকার হবে। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী অনেক চৌকস অফিসার। আমাদের বিশ্বাস তিনি সঠিক তদন্ত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App