×

জাতীয়

ঈদকে সামনে রেখে সক্রিয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালান চক্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০১:৩৯ পিএম

ঈদকে সামনে রেখে সক্রিয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালান চক্র

জব্দকৃত শাড়ি ও লেহেঙ্গা

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে মো. আবুল কালাম (২৭) নামে শাড়ি ও লেহেঙ্গা চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তাররকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ী ও লেহেঙ্গা চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

সে বেশ কিছুদিন ধরেববিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে শাড়ি ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার কাছ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ১টি গ্র কাভার্ডভ্যান উদ্ধার করা গেছে। ঈদকে সামনে রেখে এসব আনা হয়েছিল।

র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বুধবার (৫ মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১ কোটি ২১ লাখ ২৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্রান্ডের চোরাচালানকৃত বিদেশি শাগি এবং ৪ লাখ ৫৬ ছাপ্পান্ন হাজার টাকা মূল্যের বিভিন্নি মডেলর বিদেশি লেহেঙ্গাসহ সর্বমোট ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার চোরাইকৃত পণ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App