×

খেলা

লংকা মিশন শেষে ঢাকা ফিরল মুমিনুল বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৫:৫৮ পিএম

লংকা মিশন শেষে ঢাকা ফিরল মুমিনুল বাহিনী

বিমানবন্দরে মুমিনুল হক ও কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে দলের অন্য খেলোয়াড়রা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে মঙ্গলবার (৩ মে) দেশে ফিরেছে টাইগাররা।  বিকেলে একটি চাটার্ড বিমানে করে দেশে ফেরে ২১ সদস্যের টেস্ট দল ও কর্মকর্তারা। আগে বিদেশ সফর শেষে দেশে ফিরে ক্রিকেটারা যার যার বাড়িতে চলে যেত। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে আর সেটি হচ্ছে না। তাদের থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। জানা গেছে বিসিবির নির্ধারিত একটি হোটেলে দেশে ফেরা সকল ক্রিকেটার তিনদিনের কোয়ারেন্টিনে থাকবেন। আর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে তারা বাড়িতে ফিরে যেতে পারবেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়ে ড্র করে বাংলাদেশ। আর তাই দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে টাইগারদের সামনে সুযোগ ছিল সিরিজ জেতার। কিন্তু সেটি আর হয়নি। বাংলাদেশ উল্টো দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে বসে সিরিজ হেরে তবেই দেশে ফিরেছেন।

এখন লঙ্কানদের বিপক্ষে এই মে মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সিরিজ খেলতে লঙ্কান দল বাংলাদেশে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App