×

আন্তর্জাতিক

যেভাবে বিল গেটস ও মেলিন্ডার জীবন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৯:৫৭ এএম

যেভাবে বিল গেটস ও মেলিন্ডার জীবন শুরু

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পৃথক পৃথক টুইটে তারা নিজেরাই এই বিচ্ছেদের কথা জানান। ছবি: টুইটার থেকে

প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন।  ওই বছর নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে বিল গেটসের সঙ্গে মিলিত হয়েছিলেন। পরে পরে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। আসলে বিয়েই করা উচিত কি না তা নিয়ে দ্বিধায় ছিলেন চরম কর্মব্যস্ত বিল গেটস।

নিজের দাতব্য কাজে জোর দেয়ার জন্য বিল গেটস গত বছর মাইক্রোসফট বোর্ড থেকে সরে দাঁড়ান।

বর্তমানে বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

এদিকে, ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ও বিল গেটস। সোমবার (৩ মে) টুইটারে পোস্ট করা যৌথ বার্তায় গেটস দম্পতি বলেন, ব্যাপক চিন্তাভাবনা করে আমরা বিয়ের সম্পর্কের সমাপ্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

বিচ্ছেদের পরও তারা একসঙ্গে কাজ করবে জানিয়ে তারা বলেন, ফাউন্ডেশনে আমরা এক সাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।

বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা পৃথিবীর ধনাঢ্য পাঁচ দম্পতির একটি। বিল গেটসের সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App