×

চিত্র বিচিত্র

দুধের বোতল ভেবে মাটি থেকে উঠানো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ১১:০০ এএম

দুধের বোতল ভেবে মাটি থেকে উঠানো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা

হ্যাম্পশায়ারে দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড টেনে তুললেন এক ব্যক্তি

দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড মাটি থেকে টেনে তুললেন এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণে রক্ষাও পেলেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হ্যাম্পশায়ারের ব্রামডিনে। খবর আনন্দবাজার পত্রিকার। জেমস অসবর্ন নামে এক ব্যক্তি বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার করাচ্ছিলেন। কর্মচারী মাটি খুঁড়ে জায়গাটি পরিষ্কার করছিলেন। তখনই তিনটি বোতলকে মাটির নীচ থেকে উঁকি মারতে দেখেন তিনি। বোতলগুলো দেখতে ছিল অনেকটা দুধের বোতলের মতো। তার মুখটা সাদা এবং ভিতরে হলুদ রঙের তরল বা পানীয় ছিল। তিনটি বোতলই টেনে বের করতে যান। তখনই তার ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ভয় পেয়ে যান তিনি। খবর পৌছায় পুলিশের কাছে। শেষে বোম্ব স্কোয়াড এসে ওই এলাকা থেকে এমন আরো ৪৮টি বোম নিষ্ক্রিয় করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App