×

বিনোদন

টুইটারে নিষিদ্ধ কঙ্গনা, 'গণতন্ত্রের মৃত্যু' দাবি অভিনেত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০২:১৫ পিএম

টুইটারে নিষিদ্ধ কঙ্গনা, 'গণতন্ত্রের মৃত্যু' দাবি অভিনেত্রীর

সিনেমা জগতের বাইয়ে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দু হন এ অভিনেত্রী। আর তার এই মন্তব্য প্রকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে টুইটার। সব কিছুতে নাক গলানো নিয়ে অনেকের চক্ষুশূল তিনি।

এবার টুইটারের কাছেই তিনি অপরাধী। একাধিক বিতর্কিত টুইট করায় কঙ্গনার অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার কর্তৃপক্ষ।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক টুইট করতে দেখা যায় কঙ্গনাকে। এক টুইটে মমতাকে ‘আহত বাঘিনী’র সঙ্গে তুলনা করেন তিনি।

এদিকে, টুইটার অ্যাকাউন্ট বাতিল হওয়ার পর ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট দিয়ে কঙ্গনা একে ‘গণতন্ত্রের মৃত্যু’ আখ্যা দিয়েছেন।

কঙ্গনা রানাউতকে শিগগিরই ‘থালাইভি’সিনেমায় দেখা যাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এএল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App