×

পুরনো খবর

বৃষ্টিতে সুন্দরবনের আগুন নিভেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৯:৪১ পিএম

বৃষ্টিতে সুন্দরবনের আগুন নিভেছে

ফাইল ছবি

দীর্ঘ ১৮ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিভেছে। সোমবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় এ আগুন নিভতে সাহায্য করেছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় এ কথা নিশ্চিত করেছেন বিভাগীয় বনকর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, গতকালকে আগুন লাগার পর তার চারিদিকে পাঁচ ফুট চওড়া করে ফায়ার লাইন করা হয়েছে। ফায়ারলাইন কাটার পর আগুন একটা নির্দিষ্ট জায়গায় ছিল। এর মধ্যে বৃষ্টি হওয়াতে আগুন নিভে গেছে রাতে।

সোমবার সকালে লাগে এই আগুন। প্রায় ৩ একর বনে বিভিন্নস্থানে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় বিটিআরসি টিমের সদস্যরা।

এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। বিশ ঘণ্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার দ্বিতীয় দিন মঙ্গলবার (৪ মে) সকালেও আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App