×

সারাদেশ

সুন্দরবনে আবারও আগুন, জ্বলছে গাছপালা ও লতাগুল্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৪:৩৯ পিএম

সুন্দরবনে আবারও আগুন, জ্বলছে গাছপালা ও লতাগুল্ম

সুন্দরবনে আগুন। ছবি: সংগৃহীত

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দাউ-দাউ করে জ্বলছে বনের গাছপালা ও লতাগুল্ম। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে আগুন লেগেছে বা কী পরিমাণ গাছপাল পুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

সোমবার (৩ মে) সকালে লাগা এই আগুন এখনো জ্বলছে। প্রায় ৩ একর বনে বিভিন্নস্থানে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা।

বনের এ কর্মকর্তা মোবাইল ফোনে জানান, দুপুরের দিকে শরণখোলার ভোলা নদীর দাসের ভারানি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। বনকর্মীরা দেখতে পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনের ব্যাপ্তি যাতে বাড়তে না পারে সেজন্য বনকর্মীরা ফায়ার লাইন কাটার কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে এলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App