×

খেলা

মেসির জোড়া গোলে আশা বেঁচে রইল বার্সার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৯:৩৩ এএম

মেসির জোড়া গোলে আশা বেঁচে রইল বার্সার

জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ছে বার্সেলোনার খেলোয়াড়রা। গোলদাতা গ্রিজম্যানের মাথায় হাত দিয়ে অভিবাদন জানাচ্ছেন সতীর্থ পেদ্রি

লিগ শিরোপা জেতার জন্য বার্সেলোনার বাকি থাকা প্রত্যেকটি ম্যাচই এখন অগ্নি পরীক্ষা। কোনো ম্যাচে পা ফসকালেই শিরোপা দৌড়ে ছিটকে পড়তে হবে কাতালান ক্লাবটিকে। এই শর্ত নিয়ে আজ সোমবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩৪তম ম্যাচে খেলতে নেমেছিল লিওনেল মেসি বাহিনী।

আর্জেন্টাইন জাদুকরই জোড়া গোল করে বার্সার শিরোপা জেতার আশা বাঁচিয়ে রাখলেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার দল জয় পেয়েছে ৩-২ গোলে। বার্সার অন্য গোলটি অ্যান্তোনিও গ্রিজম্যানের।

ভ্যালেন্সিয়ার মাঠে গোলশূন্যভাবে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই বার্সাকে খানখান করে লিড নেয় ভ্যালেন্সিয়া। প্রায় সাত মিনিট বাদে বার্সাকে সমতায় ফেরান দলপতি মেসি। ১২ মিনিট পর আরেকটি গোল করেন তিনি। তার আগে জাল খুঁজে পান ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানও। ভ্যালেন্সিয়ার অপর গোলটি আসে ম্যাচের ৮৩তম মিনিটে। কার্লোস সোলার এ গোলের নায়ক।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৭৪। অ্যাতলেটিকো মাদ্রিদ ২ পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে। সেভিয়া এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App