×

আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত: দাবি কেআইএয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৬:০৭ পিএম

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত: দাবি কেআইএয়ের

সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি

মিয়ানমার জুড়ে কঠোর প্রতিরোধ চলছে সামরিক জান্তার বিরুদ্ধে। এরই মধ্যে সোমবার (৩ এপ্রিল) সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)।

এ বিদ্রোহী গোষ্ঠীটি দেশটির উত্তরাঞ্চলীয় চীনা সীমান্তবর্তী কাচিন রাজ্যে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মুখপাত্র জানিয়েছেন, সামরিক বাহিনীর বিমান হামলার পর তারা পাল্টা গুলি করে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

বিদ্রোহী গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান কর্নেল নও বু  এক বিবৃতিতে বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা দিকে আমরা হেলিকপ্টারটি ভূপাতিত করেছি।

তবে কোন ধরনের অস্ত্র দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে সে বিষয়টি তিনি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

নিউজ পোর্টাল মিজ্জিমাডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App