×

জাতীয়

ভারত ফেরত ১৮ জন করোনা রোগী যশোরে হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ১১:০০ পিএম

ভারত ফেরত ১৮ জন করোনা রোগী যশোরে হাসপাতালে ভর্তি

১৮ জন ভারত ফেরত করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে

১৮ জন ভারত ফেরত করোনা আক্রান্ত রোগী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শরীরে করোনার ভারতীয় নতুন ধরন রয়েছে কিনা তা পরীক্ষার জন্য আট জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। অপর ১০ জনের করোনার ভারতীয় ধরন পরীক্ষার জন্য আগামী দুই এক দিনের মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু হবে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহম্মেদ বলেন, বর্তমানে হাসপাতালের রেড জোনে ২৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ভারত ফেরত ১৮ জন ও বাকিরা স্থানীয় পর্যায়ে সংক্রমিত রোগী। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে ভারত থেকে করোনা সংক্রমিত সাত জন যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে আসেন। তারা ওয়ার্ডে না গিয়ে সেখান থেকে পালিয়ে যান। ভারতে করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হওয়ায় এ খবর আতঙ্কের সৃষ্টি করে। পরে তাদের ফিরিয়ে এনে হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়। এরপর ভারত থেকে আসা আরেক জনের করোনা শনাক্ত হয়। পরে ভারত থেকে আসা আরও ১০ জনের করোনা শনাক্ত হয়। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী মামুনুর রহমান বলেন, বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত থেকে আসা করোনায় আক্রান্ত রোগীদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ ভারত থেকে করোনায় আক্রান্ত আরও একজন রোগী ফিরেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, ভারত ফেরত ১৮ জনের মধ্যে আট করোনা রোগীর শরীরে করোনা ভাইরাসের ভারতীয় নতুন ধরন রয়েছে কি না, তা দুটি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। এ জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার এবং ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অপর ১০ জনের করোনার ভারতীয় ধরন পরীক্ষার জন্য আগামী দুই-এক দিনের মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App