×

বিনোদন

বাংলাটা এখনও গুজরাত হয়ে যায়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৭:০৭ পিএম

বাংলাটা এখনও গুজরাত হয়ে যায়নি

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী

বাংলাটা এখনও গুজরাত হয়ে যায়নি
বিধানসভা নির্বাচনে টানা তৃতীয় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১১, ২০১৬ সালের পর ২০২১ -এর নির্বাচনেও বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। কিন্তু বিজেপির অনেক আশা ছিল পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসবে। এজন্য বিজেপি সর্বশক্তিও প্রয়োগ করেছে পশ্চিমবঙ্গে। তাদের সেই আশা পূরণ হলো না। অনেক হিসেব নিকেশ, অনেক পরিকল্পনা করা সত্বেও কাঙ্ক্ষিত ফলের কাছাকাছিও যেতে পারেনি। তবে মমতা বন্দোপাধ্যায়ের জয়ের আভাসে উচ্ছাস প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়কে ‘বাঙালির জয়’বলে আখ্যা দিয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকায় এক প্রতিক্রিয়ায় নচিকেতা বলেছেন, ‘আজ বাঙালির জয়ের দিন। বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতিয়া প্রমাণ করিল, বাঙালি শ্রেষ্ঠ প্রজাতি।’ তিনি লিখেছেন, ‘আজ একটা বিষয় প্রমাণিত হলো, যে দলটা প্রায় গোটা ভারতকে মুঠোয় নিয়ে ফেলেছে, বাংলাকে তারা কব্জা করতে পারল না। এটা আক্ষরিক অর্থেই আমাদের অর্থাৎ বাঙালিদের জয়। বাঙালি সব অর্থেই দূরদর্শী। সবাই বলেছিল, এ রাজ্যে বর্তমান সরকার আর টিকবে না। শাসকদলকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকে যেতে হবে। আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা অনেকের থেকে অনেক গুণ এগিয়ে।’ মমতার প্রশংসা করে নচিকেতা লিখেছেন, ‘হুইল চেয়ারে বসে একজন ভদ্রমহিলা গোটা রাজ্য ঘুরলেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করলেন। উন্নয়নের কথা বললেন। আর ভারত-কব্জা করা একটা দল দিল্লি-বাংলা যাতায়াতেই প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে ফেলল। গোটা ভোটপর্বের জন্য খরচ শুনেছিলাম প্রায় ২৫ হাজার কোটি টাকা! এই টাকা দিয়ে বাঙালিকে কেনা যায় না। সদর্পে ওই দলকে জানিয়ে দেওয়া গেল -বাংলাটা এখনও গুজরাত হয়ে যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App