×

জাতীয়

সর্বনাশা পদ্মা: বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৯:১৪ এএম

সর্বনাশা পদ্মা: বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬

সোমবার সকালে শিবচরে এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বনাশা পদ্মা: বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬

দুর্ঘটনা কবলিত স্পিডবোট

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন।

[caption id="attachment_282057" align="aligncenter" width="700"] দুর্ঘটনা কবলিত স্পিডবোট[/caption]

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ৩০ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

https://www.youtube.com/watch?v=dWDu65RjZ-g    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App