×

জাতীয়

সরকারের নির্দেশনার অপেক্ষায় ট্রেন চলাচল: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২১, ০৪:২৯ পিএম

যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনও সরকারের উচ্চ মহল থেকে কোন সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রবিবার (২ মে) তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, রেলওয়ে একটি সরকারি সংস্থা এবং গণপরিবহনও বটে। বর্তমানে সারা দেশে লক ডাউন চলছে, গণপরিবহন অর্থাৎ বাস চলাচল বন্ধ রয়েছে, রেলও একটি গণপরিবহন। তাই আমরা চাইলেই রেল চালু করতে পারি না। সরকার যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলবো। সরকার ট্রেন চলাচলের অনুমতি দিলে আমরা ট্রেন চলাচল শুরু করবো।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App