×

জাতীয়

গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ, প্রভাব নেই রাজধানীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২১, ১১:১৯ এএম

গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ, প্রভাব নেই রাজধানীতে

গণপরিবহন চালুসহ রবিবার (২ মে) তিন দফা দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রবিবার (২ মে) পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচির কোন প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি।

জানা গেছে, গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিলো।

কিন্তু শুধুমাত্র গাবতলী বাস টার্মিনালে গাবতলী বাস টার্মিনাল মালিক শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তবে তারা বাস টার্মিনালের গেটের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করেন। সড়কে নেমে কোন ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন না। এখানে ফেডারেশনের নেতারা উপস্থিত নেই।

তারা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে তারা ফেডারেশন তিন দফা কর্মসূচি বাস্তবায়নের দাবি নিয়ে টার্মিনালের গেটে অবস্থান নিয়েছেন। এসময় নেতারা বলেন, প্রায় ৫০ লাখ পরিবহন শ্রমিক লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন যাপন করছে। বিমান চলাচল করার অনুমতি দেয়া হয়েছে, অন্যান্য সব ধরনের যানবাহন চলছে। কি অবস্থায় গণপরিবহন চলাচলের অনুমতি দিতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনা করবো।

গাবতলী বাস টার্মিনালে অল্পসংখ্যক মালিক শ্রমিক কর্মচারীদের দাবির স্বপক্ষে অবস্থান কর্মসূচি পালন দেখা গেলেও রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মসূচি পালনের জন্য কাউকে দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে পরিবহন শ্রমিকদের কর্মসূচি ঘোষণার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিক্ষোভ প্রদর্শন ও কোন কর্মসূচি না দেয়ার আহ্বান জানান। গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সরকার চিন্তাভাবনা করছে বলে ওবায়দুল কাদেরের ঘোষণার পর পরিবহন মালিক-শ্রমিকরা কিছুটা ধীরে চলা নীতির অবলম্বন করেছেন।

সবার ধারণা আগামী ৬ এপ্রিল থেকে থেকে গণপরিবহন চলাচলের ব্যাপারে দু একদিনের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানাতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, অর্থনীতিকে সচল রাখতে গণপরিবহন চলাচলের প্রয়োজন রয়েছে। আমরা সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যকে বিবেচনায় রেখেছি। আমরা আশা করবো দু-একদিনের মধ্যে সরকার গণপরিবহন চলাচলের অনুমতি দেবে।

এদিকে সকাল দশটার পরে মহাখালী বাস টার্মিনাল এলাকাতে শ্রমিকদের হঠাৎ করেই কর্মসূচি পালন করতে ঝগড়া হতে দেখা যায়। তবে এ সময় কোন বিশৃঙ্খলা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে ব্যানার নিয়ে টার্মিনালের সামনে অবস্থান নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App