×

আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্তে বিশ্ব রেকর্ড, একদিনে ৪ লাখেরও বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ১২:৫৪ পিএম

ভারতে করোনা আক্রান্তে বিশ্ব রেকর্ড, একদিনে ৪ লাখেরও বেশি

ফাইল ছবি

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বিশ্বের কোনো দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি।

শনিবার (১ মে) কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। এছাড়া করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

একদিনে সংক্রমণ ৪ লাখ পার হওয়ার পর থেকেই রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। ইতোমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ২০২০ সালেও দৈনিক সংক্রমণ কখনও ৪ লাখ ছোঁয়নি। স্বাভাবিকভাবেই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় ভরসা টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৩৫ জন টিকা পেয়েছেন।

শনিবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। এর মধ্যেই টিকার দামের বৈষম্য নিয়ে মাথা চাড়া দিয়েছে বিতর্ক। টিকা ইস্যু নিয়ে আদালতের একাধিক প্রশ্নের মুখে কেন্দ্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App