×

জাতীয়

ঢাবির আবাসিক হল খুলছে না ১৭ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ১২:১০ পিএম

করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া সমপন্ন হওয়ার পর আবাসিক হল খোলা হবে।

ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মার্চ হল খুলে দেওয়া ও ২৪ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হল খোলা সম্পর্কে উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, পূর্বঘোষিত তারিখে (১৭ মে) হল খোলা হচ্ছে না। করোনা টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংকে ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। কিন্তু টিকা এখনো নিশ্চিত হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনা ও টিকা নিশ্চিতের পরই শিক্ষার্থীদের হলে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App