×

সারাদেশ

আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ০৫:১১ পিএম

আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়তল্লা গ্রামের জিলাপিবাড়ির সঙ্গে সফরপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন বিবাদ লেগেই থাকত। গত ২৭ এপ্রিল বড়তল্লা গ্রামের চকবাজারে স্ট্যান্ডে রিকশা রাখাকে কেন্দ্র করে প্রথম দফা সংঘর্ষ হয়। এরই জের ধরে শনিবার সকালে বড়তল্লা গামের অন্তত চারটি মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়। আহতদের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App