×

জাতীয়

হেফাজত নেতা আবদুল কাদের কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৪০ পিএম

হেফাজত নেতা আবদুল কাদের কারাগারে

হেফাজতে ইসলামের সদ্য সাবেক নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদের।

রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য সাবেক নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার (২৫ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতের এই নেতাকে গ্রেফতার করা হয়।

অধ্যাপক আহমদ আবদুল কাদের শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App